Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ‘আমার জেলা আমার অহংকার’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

‘আমার জেলা আমার অহংকার’ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কিশোর বাতায়নে জেলা ব্রান্ডিং এর আলোকে ‘আমার জেলা আমার অহংকার’ শীর্ষক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে তিনটি গ্রুপে ১২ জনকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম এতে সহযোগীতা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ¦ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, বিটিসিএল এর সহকারি প্রকৌশলী সুভাষ চন্দ্র মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শেখ আবু বকর ছিদ্দিক, আমুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা ও শিক্ষার্থী একরামুল হক চয়ন ও চৈতি বাকচি।