Latest News
শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ।। ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকী পালিত

আমির হোসেন আমুর বাবার মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপির বাবা মোয়াজ্জেম হোসেনের ৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া। এছাড়াও পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার শহরের সবগুলো মসজিদে জোহর বাদ মিলাদ ও দোয়ার আয়োজন করেন।


রবিবার সকাল ১০টায় পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুন কর্মকার, কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ প্রমুখ। পরে মরহুম মোয়াজ্জেম হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে দিনটি উপলক্ষে শহরের সবগুলো মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র। বাদ জোহর তিনি কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …