Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ক্রীড়া প্রতিযোগিতা দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : আমু

ক্রীড়া প্রতিযোগিতা দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : আমু

হাসান আরেফিন ও ইব্রাহীম খান সাকিল :
আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রজন্ম যেন মাদকাসক্ত না হয়ে পড়ে, সেজন্য তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। আজ শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সিদ্ধকাঠি মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এ মন্ত্রী আরো বলেন, টাকার অভাবে কোন ছেলে মেয়ে যেন ঝড়ে না পড়ে শিক্ষকদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শেখ হাসিনা চাইছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ভবনের মধ্যদিয়ে একটি সুন্দর পরিবেশে প্রফুল মন নিয়ে আমাদের দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করুক, বর্তমান সরকার সেলক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য শিক্ষাব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্কুল কর্তৃপক্ষকে আরো যত্নবান হতে হবে বলেও জানান আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বচ্চু, ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন ওবায়েদ প্রমুখ। ৭২টি ইভেন্টে দুটি স্কুলের চারশতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি আমির হোসেন আমু।