Latest News
শুক্রবার, ৩১ মে ২০২৪ ।। ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু: ঝালকাঠিতে শোভাযাত্রা

জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু: ঝালকাঠিতে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার :
আজ থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে ঝালকাঠিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। পরে সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. আবু বকর ছিদ্দিক, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন হাজরা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল হান্নান ও সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য সহকারী কর্মকর্তা গৌতম কুমার দাস। সিভিল সার্জন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুষ্টি বিষয় নিয়ে আবাসন প্রকল্পে উঠান বৈঠক, স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগিতা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।