স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় হাত ধুয়ে জীবাণুমুক্ত রাখতে সাবান বিতরণ শুরু করেছে হৃদয়ে ঝালকাঠি নামে একটি সংগঠন। ফেসবুক গ্রুপ ভিত্তিক জনপ্রিয় সংগঠনের এডমিন আসিফ ইকবাল চঞ্চল রবিবার থেকে এ কার্যক্রম শুরু করেন। প্রথম দিনে ঝালকাঠি পৌরসভার কয়েকটি মসজিদ ও প্রেস ক্লাবে গিয়ে সাবান বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে পৌরসভার সবগুলো মসজিদে সাবান পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী বিতরণে সুনাম অর্জন করেন আসিফ ইকবালের এ সংগঠন। তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবেও আখ্যায়িত করেছে স্থানীয়রা। করোনায় দুর্বিষহ অবস্থায় থাকা মানুষকে খাবারের ব্যবস্থা করে প্রশংসিত হয়েছেন তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …