স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অস্ত্র মামলায় মো. আল আমিন খান (৩৫) নামে এক যুবকের ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণাা করেন। দÐপ্রাপ্ত আল আমিন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের আবুয়াল খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ৯ মে দিবাগত রাত ৮টায় নলছিটি উপজেলা দপদপিয়া চৌমাথায় ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানের সামনে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়। এ সময় মো. আল আমিনকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোলায়মান তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আল আমিনকে ২২ বছরের কারাদণ্ড প্রদান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …