স্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে করণীয় বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ঝালকাঠি অ্যাডভোকেসি ফোরামের অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনলাইনে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অ্যাডভোকেসি ফোরামের আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহান সোনালী ও সাকিনা আলস লিজা, সদস্য মেহেদী হাসান খান বাপ্পি, হাবিবুর রহমান হাবিল, সাংবাদিক মানিক রায়, কে এম সবুজ, এস এম রেজাউল করিম ও আলী হাসান।
সভায় করোনায় মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …