Latest News
সোমবার, ৪ মার্চ ২০২৪ ।। ২০শে ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক মু. আব্দুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক এস আর মানিক, উপদপ্তর সম্পাদক হাবিবুর হরমান হাবিল, জেলা ছাত্র লীগ সভাপতি শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলাতেও নানা কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।