Latest News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠিতে আনন্দ টিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন হোসেন মাতুব্বর সংবাদকর্মী ও অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল সাহা, প্রবীন সাংবাদিক শ্যামল সরকার, এসএমএ রহমান কাজল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক অলোক সাহা। সভায় বক্তরা আনন্দ টিভির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেনের আহ্বান জানান। সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য আনন্দ টিভি ভূমিকা রাখবে এমনটাই আশা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।