Latest News
রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ২রা আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাবার ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাবার ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

সটাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাবা মোয়াজ্জেম হোসেনের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের আত্বার শান্তি কামনায় শুক্রবার বাদজুম্মা ঝালকাঠি সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ছাত্রলীগ ছাড়াও, আওয়ামী লীগ ও যুবলীগ এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম আলম খান কামাল, আওয়ামী লীগ নেতা আবদুস ছালাম হাওলাদার ও ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয়।