Latest News
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৪ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আড়াইশ কেজি পলিথিন জব্দ, এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে আড়াইশ কেজি পলিথিন জব্দ, এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আড়াইশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এসময় ব্যববাসীয় রাজ্জাক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে শহরের কুমারপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
পুলিশ জানায়, কামারপট্টি এলাকার ব্যবসায়ী রাজ্জাক মিয়ার একটি গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গোডানের ভেতর থেকে ১০টি বস্তায় রাখা আড়াইশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন তিনি। ঝালকাঠি থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।