Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। ১১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ অভিযান।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ইঁদুর মানুষের সম্পদ নষ্ট করে, কৃষকদের ফসও। তাই ইঁদুরের বংশ বিস্তার রোধ করতে হবে। ফসলের মাঠে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নজরদারী বাড়াতে হবে। মাঠ থেকে খুঁজে খুঁজে ইঁদুর বের করে মারতে হবে। বাসা বাড়িতেও ইঁদুর মারার ফাঁদ তৈরি করে ইঁদুর নিধন করা যায়।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষখাতে উন্নয়নের জন্য সব ধরণের সহযোগিতা করছে সরকার।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …