স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার শহরের কাঠপট্টি খেয়াঘাট এলাকায় নির্মাণ শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী খান। এসময় টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান, ঠিকাদার রফিকুল ইসলাম রফিক ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।
শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, করোনা সংক্রমণ মোকাবেলায় ইমারত নির্মাণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের খাদ্য সহায়তার প্রয়োজন অনুভব করেই জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …