Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / ধর্মীয় / ঝালকাঠিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন

ঝালকাঠিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. মো. সিরাজুল ইসলাম সিরাজী। প্রধান অতিথির বক্তব্যে সিরাজী বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি আদর্শবাদী সংগঠন। সুশৃঙ্খল একটি সংগঠন হিসেবে আমাদের সংগঠনের সুনাম রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রচারে কাজ করতে হবে। এজন্য ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের পক্ষে সর্বদা নিজেকে নিয়োজিত রাখলে সব কাজেই সফলতা পাওয়া যাবে।
সংগঠনের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি এইচ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, সেক্রেটারী মো. সাখাওয়াত হোসেন, ঝালকাঠি শিক্ষক ফোরামের আহ্বায়ক মাওলানা মোখতার আহমেদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ খলিলুর রহমান ও মুফতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ। সম্মেলনে আবদুল হান্নানকে সদর উপজেলা শাখার সভাপতি ও মো. নাঈম হোসেনকে সেক্রেটারী করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. মো. সিরাজুল ইসলাম সিরাজী এ কমিটি ঘোষণা করেন।