Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়াবাসহ কলেজের প্রভাষক গ্রেপ্তার

ঝালকাঠিতে ইয়াবাসহ কলেজের প্রভাষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মাহফুজুর রহমানকে (৫২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১১ টার দিকে রাজাপুর হরিমন্দির সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি নিয়ে আসা হয়।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, রাজাপুর হরিমন্দির সড়কের বাসিন্দা মৃত মোন্তাজ উদ্দিন দারোগার ছেলে রাজাপুর মহিলা কলেজের প্রভাষক মো. মাহফজুর রহমানের বাসায় দুই-তিন হাজার পিস ইয়াবা মওজুদ আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান টেরে পেয়ে মাহফুজ তাঁর ঘরের মধ্যে সবকটি দরজা ভিতর থেকে আটকে দেয় দরজা খুলতে খুলতে বেশ কয়েক হাজার পিস ইয়াবা বাথরুমের কমোটে ফেলে ফ্লাশ করে দেয় সে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ইয়াবা বাথরুমের কমোটে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। পরে তার বিছানার নিচে ১০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, মাহফুজ একজন ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ী। এর আগেও সে পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে। আজকের ঘটনায় এসআই মঞ্জুরুল হক বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …