স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্পিডবোট ও ট্রলারে সুগন্ধা নদী ভ্রমণ করে ইয়ুথ এ্যাকশন সোসাইটির (ইয়াসের) ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে ইকোপার্কে সদস্যদের অংশ গ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, মো. আক্কাস সিকদার, মো. ছবির হোসেন, হাসান মাহামুদ উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এ সময় অতিথিরা খেলা উপভোগ করেন।
সংগঠনের সদস্যদের মধ্যে ‘ইয়াস সিনিয়র একাদশ’ বনাম ‘ইয়াস জুনিয়র একাদশ’ অংশ নেয়। এতে ইয়াস সিনিয়র একাদশ ২-০ গোলে জয়ী হয়। মো. ইয়াসিন তালুকদার আকাশ ২ গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সংগঠনের উপদেষ্টা মো. ছবির হোসেন তাকে পুরস্কার হিসেবে পাঁচশ’ টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম রাব্বিসহ ইয়াসের অর্ধশত সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …