স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট (পিআইবি) বৃহস্পতিবার থেকে ঝালকাঠির সার্কিট হাউসে এ প্রশিক্ষণের আয়োজন করে। সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি থেকে প্রকাশিত দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ও পিআইবি কর্মকর্তা প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন।
ঝালকাঠি জেলার তিনটি উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫জন সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …