Latest News
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১১ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এক বস্তা পলিথিন জব্দ : ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে এক বস্তা পলিথিন জব্দ : ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মো. রুবেল সিকদার :
ঝালকাঠি শহরের কালিবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে এক বস্তা পলিথিন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী আইয়ুব খানকে (৫০) ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক পরিবেশ সংরক্ষণ আইনে তাকে এ দণ্ড প্রদান করেন। তবে নগদ টাকা পরিশোধ করে মুক্তিপান ওই ব্যবসায়ী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আইয়ুব খানের বাসায় পলিথিন রয়েছে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বাসার পেছনে জ্বালানি রাখার ঘর থেকে এক বস্তা পলিথিন উদ্ধার করা হয়। এ সময় ঘরের মালিক ব্যবসায়ী মো. আইয়ুব খানকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান। আইয়ুব খান কালিবাড়ি এলাকার মৃত জুলমত খানের ছেলে।