স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নন রেসিডেন্ট বাংলাদেশী কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ১৭তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের কুমারপট্টি সড়কের তুতান প্লাজার দ্বিতীয় তলায় ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার মো. মোস্তাফিজুর প্রিন্স রহমান আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মামুন অর রশিদ। প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তারা এ ব্যাংকটির প্রতিষ্ঠা করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে জয় সেট সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার : ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার …