Latest News
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১১ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে এলজিইডির মোবাইল রক্ষণাবেক্ষণ কাযক্রম উদ্বোধন

ঝালকাঠিতে এলজিইডির মোবাইল রক্ষণাবেক্ষণ কাযক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
মুজিব বর্ষ উপলক্ষে ঝালকাঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কে মোবাইল রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার জুরকাঠি-নলছিটি সড়কের ভাঙা অংশ মেরামতের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এলজিইডি ঝালকাঠি জেলা গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের মাধ্যমে অক্টোবর থেকে আগামসী বছরের মার্চ মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। সড়কের কোন অংশ ভাঙা বা গর্তের সৃষ্টি হলে দ্রæততম সময়ের মধ্যে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল রক্ষণাবেক্ষণ নামে এ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল এলজিইডির আওতাধিন সড়কের ভাঙা অংশ মেরামত করা হবে বলেও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী নূর-উস শামছ, নলছিটি উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মীর আক্তারুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …