স্টাফ রিপোর্টার :
সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষে ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিল্টন আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন খান শাহিন, সাংগঠনকি সম্পাদক হাফিজুর রহমান ছালাম । সভায় প্রধান অতিথি লিয়াকত আলী তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে ঝালকাঠি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। আগামী উন্নয়নের ধারা অব্যহত রাখতে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র লিয়াকত আলী তালুকদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …