স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সদর হাসপাতালসহ চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন প্রদান করা হয়। প্রথম ডোজ প্রদানকারী যাদের মোবাইলে এসএমএস প্রদান করা হয়েছে, কেবল তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। ঝালকাঠি জেলায় ১৮ হাজার ৫৪৮ জনকে প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়। বুধবার ১৯ হাজার মানুষকে দেওয়ার জন্য দ্বিতীয় ডোজ ভ্যাকসিন আসে সিভিল সার্জন কার্যালয়ে। আজ বুধবার সকালেই প্রতিটি কেন্দ্রে ভ্যাকসিন পাঠানো হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন।
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৭জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ৯৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ জনের।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …