Latest News
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৭শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টার ন্যাশনালের উদ্যোগে বিএনপি নেতাকর্মীদের নিয়ে দলীয় অভ্যান্তরিণ গণতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫ জন নেতারা কর্মী অংশগ্রহণ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারনন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. সফিকুল ইসলাম জুয়েল। ডেমোক্রেসি ইন্টারন্যাশলান আঞ্চলিক কার্যালয় বরিশালে আঞ্চলিক কর্মকর্তা দ্বীপু হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সকিনা আলম লিজা, সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও রাজাপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমুল নাহার পুতুল। কর্মশালায় অংশগ্রহনকারীদের মতামতের ভিত্তিকে একটি সুপারিশমালা তৈরি করা হয়।