Latest News
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২ ।। ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

ঝালকাঠিতে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় ছোট ভাইয়ের হামলায় আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই ফিরোজ আলমের মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিনের সাথে এক বছর ধরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই হামলা চালিয়ে বড় ভাইকে আহত করে। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে কায়েদ মহলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি শহরের আমতলা সড়কে কায়েদ মহলের উদ্বোধন করা হয়েছে। নেছারাবাদ দরবার শরীফের …