Latest News
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ।। ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা

ঝালকাঠিতে জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জেলা ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কুমারপট্টি সড়কের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ছাত্র সমাজের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম। জেলা ছাত্র সমাজ নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ছাত্র সমাজের নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দের সাক্ষাতকার গ্রহণ করেন। পরে জেলা, পৌর, সদর উপজেলা ও ঝালকাঠি সরকারি কলেজের কমিটি ঘাষণা করা হবে বলেও জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ …