Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জেলা ব্র্যান্ডিং কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলা ব্র্যান্ডিং কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার ব্র্যান্ডিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দায়িত্বপ্রাপ্তরাসহ বিভিন্ন পর্যায়ের ৪০ জন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এটুআই প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সেলিনা পারভেজ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহির মুহাম্মদ জাবের, এটুআই প্রকল্পের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন বিশেষজ্ঞ উপসচিব মো. দৌলতুজ্জামান খান ও ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট উপসচিব মোহাম্মদ শামছুজ্জামান। আলোচনায় অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসাইনসহ বিশিষ্টজনরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …