স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার ব্র্যান্ডিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের দায়িত্বপ্রাপ্তরাসহ বিভিন্ন পর্যায়ের ৪০ জন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এটুআই প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআই প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সেলিনা পারভেজ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম সচিব আবু তাহির মুহাম্মদ জাবের, এটুআই প্রকল্পের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন বিশেষজ্ঞ উপসচিব মো. দৌলতুজ্জামান খান ও ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট উপসচিব মোহাম্মদ শামছুজ্জামান। আলোচনায় অংশ নেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসাইনসহ বিশিষ্টজনরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …