Latest News
শনিবার, ২২ জুন ২০২৪ ।। ৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তিন ড্রেজার মালিককে জরিমানা

ঝালকাঠিতে তিন ড্রেজার মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা নদীতে বিনা অনুমতিতে বালু উত্তোলন করার দায়ে তিন ড্রেজার মালিককে দেড়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও আবুজর মো. ইজাজুল হক শনিবার রাতে তাদের জরিমানা করেন।
জানা যায়, দীর্ঘ দিনধরে সুগন্ধা ও বিষখালী নদীতে কয়েকটি ড্রেজার অনুমোদন না নিয়ে বালু উত্তোলন করে আসছে। আব্দুল্লাহ ড্রেজার, মেসার্স বাহাদুর ড্রেজার্স ও ইসরাত ড্রেজার আইন অমান্য করে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়। পরে ড্রেজার মালিকদের জরিমানা করা হয়।