স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে রমজানের আগেই খাদ্যসামগ্রীর গুনগত মান ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদলত অভিযান চালিয়ে দুটি কারখানা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র এ অভিযান পারচালনা করেন।
ভ্রাম্যমাণ আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেলী রুদ্র জানান, শহরের পৌর খেয়াঘাট এলাকার শরীফ বেকারীতে অভিযান চালানো হয়। এ সময় খাবারের মান খারাপ, ওজনে কম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের দায়ে মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শহরের আড়ৎদারপট্টি এলাকায় বলাকা ফ্লাওয়ার কারখানায় অভিযান চালিয়ে ওজনে কম পাওয়াসহ বিভিন্ন অনিয়ম থাকায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে বরিশাল বিএসটিআই এর পরিদর্শক মো. মহসিন উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …