স্টাফ রিপোর্টার :
ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত কনিকা ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়দের হাতে এ উপহার তুলে দেন মানবতার ফেরিওয়ালা খ্যাত যুবলীগ নেতা ছবির হোসেন। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অসহায় ও দুস্থ প্রতিটি পরিবারকে ১ কেজি পোলাও চাল, হাফ লিটার ভোজ্য তেল, হাফ কেজি চিনি, ১০০ গ্রাম পাউডার দুধ, ২ প্যাকেট সেমাই, ৫০ গ্রাম কিসমিস, ১০০ গ্রাম বাদাম, ১টি ফ্যামিলি প্যাকেট নুডুলস, ৫০ গ্রাম ট্যাং দেয়া হয়। ঈদের আগে এভাবে খাদ্য সামগ্রী উপহার পেয়ে হতদরিদ্র মানুষরা আনন্দ প্রকাশ করেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …