স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিকনা এলাকার শেরে বাংলা এ কে এম ফজলুল হক ক্লাব সংলগ্ন বাদামতলা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ছোট খালের পাশে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। খালে ভেসে আসা শিশুটি সদ্যভূমিষ্ট বলে ধারণা করছে পুলিশ। জন্মের পর শিশুটির নাড়িও কাটা হয়নি।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) সুবর্ণ রায় বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …