Latest News
শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায়ী সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তেলোন, সমবায় র‌্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহর ঘুরে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সমবায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, বিআরডিবি’র উপপরিচালক সুপ্রিয়া রানী ও সমবায় সমতিরি নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে ৫টি সমবায় সমিতি ও ৬ জন সমবায়ীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।