স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠি জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার ও প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপারগণ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে তিন শতাধিক পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। পুরস্কার বিতরণ শেষে বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ মাদক ও নেশা থেকে দুরে থাকতে পারে। এজন্য আমাদের বেশি বেশি খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …