Latest News
সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ।। ২রা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিভিল সার্জন অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন অফিসের মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং করেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম ফরহাদ ও সিভিল সার্জন অফিসের সিনিয়র সাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। এতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়। সিভিল সার্জন খাবারে পুষ্টি সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন প্রেস ব্রিফিংয়ে।