Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান

ঝালকাঠিতে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের ফকির বাড়ি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহা প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সূর্যালোক নিউজের সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার। এ প্রকল্পের আওতায় ১০০জন প্রতিবন্ধী সেলাই মেশিন, রিকশা, ভ্যান, গরু-ছাগল ও মালামালসহ দোকান ঘর সহায়তা পাবেন। এছাড়া প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ৫০জন প্রতিবন্ধীকে কম্বল দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …