স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নসিব ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনি দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক। সমাপনী অনুষ্ঠানে নসিব জেলা শাখার সভাপতি জামাল শরীফের সভাপতিত্ব করেন।প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন স্থানের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …