Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

ঝালকাঠিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

স্টাফ রিপোর্টার :
পুরনো সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা ধুয়ে মুছে ঝালকাঠিতে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপিত হচ্ছে। গান আর সুরে নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ শনিবার সকালে শিশুপার্কের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় প্রভাতি অনুষ্ঠান। পরে সেখান থেকে শহরে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। ব্যানার ফেস্টুন আর বাঙালি সংস্কৃতির নানা অনুসঙ্গে ছেয়ে যায় মঙ্গল শোভাযাত্রার মিছিল। এতে অংশ নেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জাকির হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এছাড়াও জেলা প্রশাসক মো. হামিদুল হক শিশুপার্ক চত্বরে ফিতা কেটে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।

 ছবিতে বৈশাখ :