স্টাফ রিপোর্টার :
বাল্যবিয়ে প্রতিরোধে ঝালকাঠিতে জেমস কার্যক্রম বাস্তবায়নাধীন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জেমস কার্যক্রম ও এডোলেসেন্ট কর্নার এবং স্কুলভিত্তিক বল্যবিবাহ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় গেøাবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহায়তায় রিসোর্স ডেভলপমেন্ট ফউন্ডেশন (আরডিএফ) ঝালকাঠি জেলার চারটি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। ঝালকাঠি জেলার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও জেমস শিক্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
ঝালকাঠি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ। মাল্টিমিডিয়ায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল স্পেশালিস্ট তৌফিকুল করিম। দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন পূজা কর্মকার। এছাড়াও শিক্ষক, সুবিধাভোগী ছাত্রীরা বক্তব্য দেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …