Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েলসহ অসংখ্য নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার বইছে। একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, নইলে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …