Latest News
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ।। ৬ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব স্কাউট দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াসহ সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহŸানের মধ্য দিয়ে ঝালকাঠিতে বিশ্ব স্কাউট দিবস এবং স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ স্কাউটস, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি শিশুপার্কে গিয়ে শেষ হয়।
শিশুপার্কের মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রশিক্ষণ ক্যাম্প। ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফরিদ উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সূজিত কান্তি বসু ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু আলোচনায় অংশ নেন। স্কাউটস ও রোভার স্কাউটসের জেলা-উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ক্যাম্পে জেলার ৪টি উপজেলা থেকে স্কাউটস ও রোভার স্কাউটেসের ৬টি গ্রæপের অর্ধশতাধিক ছেলেমেয়ে অংশগ্রহণ করে। তাদেরকে স্কাউট কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাপক ধারণা দেওয়া হয়।