স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এক মুক্তিযোদ্ধাকে বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার সারেঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলীকে ঘরের চাবি হস্তান্তর করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান।
জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর নিজের জমি থাকলেও কোন বসতঘর ছিল না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাঁর জমিতে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবন নির্মাণ করে দেওয়া হয়। এতে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা। ঘরের চাবি পেয়ে খুশি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …