স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা বিষয় ৬ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ ও ম্যানেজমেন্ট সায়েন্স ফর হেলথ নামে একটি সংস্থা। ঝালকাঠি ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সহযোগিতায় এ প্রশিক্ষণে ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকার ফার্মেসির মালিক ও পরিচালকসহ ৪০জন অংশগ্রহণ করেন। ৬ দিনব্যাপী প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের ড্রাগ কর্মকর্তারা প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা, ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান, স্বাস্থ্য ক্ষেত্রে ফার্মিসিস্টদের ভুমিকা, ওষুধের মান বজায় রাখা, মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের বৈশিষ্ট সমূহ, অনুজীব বিজ্ঞান, ওষুধ ব্যবস্থাপনার মূলনীতি, প্রিসকিশন ছাড়াই ক্রেতাদের নিকট বিক্রয়যোগ্য ওষুধ বা ওসিটি মেডিসিন, স্বাস্থ্য ও পরিবেশ এবং স্বাস্থ্য সেবায় সরকারের ভূমিকা এবং বেইজ লাইন ডাটার মূল্যায়ন এবং আলোচনা করা হয়। সমাপনি দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আহম্মেদ, সদস্য ফেরদৌস আহম্মেদ, মোস্তাক আহম্মেদ খান, খালিদ বিন হাসান ও প্রশিক্ষক শফিকুল ইসলাম সবুজ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …