স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের স্মারকগ্রন্থ ‘হে পিতা’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘হে পিতা’র মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন স্মাকরগ্রন্থ ‘হে পিতা’র সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও প্রকাশ কমিটির সদস্য পলাশ রায়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …