Latest News
বুধবার, ২৯ মে ২০২৪ ।। ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

ঝালকাঠিতে যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
যক্ষ্মা নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ঝালকাঠিতে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) জেলা শাখা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে রবিবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ গোলাম ফরহাদ এতে বিশেষজ্ঞ আলোচক ছিলেন। জেলা নাটাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সভায় যক্ষ্মা রোগ ও এর নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়। সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি সভায় অংশ নেন। তারা সামাজিক আন্দোলন বেগবান করে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকার করেন।