Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা কামাল শরীফের নেতৃত্বে শহরের টাউন হলের সামনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। পরে শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের করে জেলা যুবলীগ। র‌্যালিটি শহর ঘুরে রোনালসে সড়কে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগ নেতা কামাল শরীফ, মো. ছবির হোসেন, জামাল হোসেন মিঠু ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ও জেলা যুবলীগ নেতৃবৃন্দ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪৯ পাউন্ড কেক কাটেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …