স্টাফ রিপোর্টার : রক্ত কণিকা ফাউন্ডেশনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ-বৃদ্ধা বাবা-মায়েদের লুঙ্গি-কাপড় বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সদর উপজেলার মিরাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক, পৌর প্যানেল মেয়র, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কুমার কর্মকার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ছবির হোসেন, জাতীয় পার্টি পৌর শাখার সভাপতি ও শাপলা ডেকোরেটরের মালিক একেএম বেলায়েত হোসেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মো. আতিকুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিক লিটনের সভাপতিত্বে বক্তৃতা করেন স্থানীয় প্রবীণ ও গন্যমান্য ব্যক্তিত্ব দিলীপ কুমার মিস্ত্রি, শব্দ শুন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রক্তকণিকা ফাঊন্ডেশনের সহযোগী সদস্য মিঠু দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনে ঝালকাঠি টিম প্রধান আবিয়ান হাসান। এছাড়াও লক্ষিপুর জেলার রক্তকণিকা ফাউন্ডেশনের সদস্য আতিকুর রহমান, মানবিক কর্মী ফরিদ হোসেন। এসময় রক্তকণিকা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে শাড়ি-লুঙ্গি ও আপ্যায়নের প্যাকেট তুলে দেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …