Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রাস্তায় বাজারে উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

ঝালকাঠিতে রাস্তায় বাজারে উপচেপড়া ভীড়, স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
বুধবার থেকে কঠোর লকডাউনের আগের দিনে ঝালকাঠিতে বাজার ও রাস্তাঘাটে জনসাধারণের উপচেপড়া ভীড় লেগে আছে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা করছে জনসাধারণ। মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। এদিকে লকডাউনের খবর শুনেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা।
ঝালকাঠি শহরের প্রধান বাজার ও চাঁদকাঠি চৌমাথা বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই মানুষের ভীড় রয়েছে। বাজারে ভীড়ের মধ্যেই কেনাকাটা করছে মানুষ। লকডাউনের খবর শুনে অনেকে এক মাসের বাজার এক দিনে করে রাখছেন। এ সুযোগে ব্যবসায়ীরাও নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এদিকে বাজারদর নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্যা জানিয়েছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …