স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একটি শাঁখা-শঙ্খের দোকানে চুরি হয়েছে। শনিবার ভোরে শহরের স্টেশন রোডে দুর্গা শঙ্খ ভান্ডারে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ওই দোকান থেকে পাঁছ লাখ টাকার শাঁখা-শঙ্খ চুরি করে নেয়।
দোকানের মালিক জগবন্ধু নন্দি জানান, রাতে দোকান বন্ধ করে তিনি শহরের কাঁঠপট্টি এলাকার বাসায় চলে যান। সকাল ১০টায় তিনি দোকানে এসে তালা খোলা দেখতে পান। পরে লোকজন ডেকে তিনি ভেতরে প্রবেশ করে দেখেন, তাঁর দোকানের শাঁখা-শঙ্খ নেই। প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে চোরের দল। শনিবার ভোরে যেকোন সময় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, চুরির ঘটনা সত্য। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …