স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ‘ঝালকাঠি ক্রিয়েটিভ সোসাইটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এসব উপকরণ বিতরণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ হাওলাদার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. মঈন তালুকদার, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সিকদার, নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার ও নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুর রহমান উপস্থিত ছিলেন। ঝালকাঠি ক্রিয়েটিভ সোসাইটির সভাপতি মো. খায়রুল ইসলাম সেতু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …