Latest News
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ।। ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিশু ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিশু ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শিশু ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেয়।
আয়োজকরা জানায়, শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কাজ করছে। পাশাপাশি সবার সুরক্ষার জন্যই প্রয়োজন সুন্দর পরিবেশ। তাই শিশু ও পরিবেশ সুরক্ষার নানা বিষয় নিয়ে পরামর্শ করে কাজ শুরু করা হবে।
অ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দ্বীপু হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী ইসরাত জাহান সোনালী ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, সংবাদিক মানিক রায়, শ্যামল সরকার, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, খসরু নোমান, এস আর মানিক, হাবিবুর রহমান হাবিল, আবু সাঈদ খান ও কে এম জুয়েল।