Latest News
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৬শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শীতার্তদের মাঝে চেম্বারের শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ

ঝালকাঠিতে শীতার্তদের মাঝে চেম্বারের শীতবস্ত্র, কম্বল ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র ও ১০ হাজার মাস্ক বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার বেলা ১২টায় চেম্বার কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে শীতার্ত মানুষের হাতে সোয়েটার ও কম্বল তুলে দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার। এছাড়াও বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয় চেম্বারের পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী ও চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক। এ সময় চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …